তাইওয়ানের ‘গণতন্ত্রের জনক’ সাবেক প্রেসিডেন্ট লি তেং হুই মারা গেছেন
তাইওয়ানের ‘গণতন্ত্রের জনক’ হিসেবে পরিচিত সাবেক প্রেসিডেন্ট লি তেং হুই মারা গেছেন।
বিবিসি জানায়, গতকাল বৃহস্পতিবার তাইওয়ানের রাজধানী তাইপেতে সেপটিক শক ও মাল্টি অর্গান ফেইলিউরে ৯৭ বছর বয়সে মারা গেছেন লি।
তিনি প্রায় ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বলেও প্রতিবেদনে জানানো হয়।
১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লি তেং হুই। বহু-মতবাদ ও গণতন্ত্রের পক্ষে লড়াই ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে কৃতিত্ব পেয়েছিলেন লি।
ক্ষমতায় থাকাকালে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পক্ষে সাংবিধানিক পরিবর্তনের নেতৃত্ব দেন তিনি। তার নেতৃত্বে সাংবিধানিক পরিবর্তনের মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচনও রয়েছে।
১৯৯৬ সালে প্রথমবারের মতো জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন লি তেং হুই।
Comments