পল্লবীতে র্যাবের সঙ্গে ‘গুলি বিনিময়ে কিলার মহসিন’ নিহত

রাজধানীর পল্লবীতে র্যাবের সঙ্গে ‘গুলি বিনিময়ে’ শাহাদত বাহিনীর ‘কিলার মহসিন’ নিহত হয়েছেন।
আজ শুক্রবার র্যাব দ্য ডেইলি স্টারকে জানায়, ‘ভোররাত আড়াইটার দিকে র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে শাহাদত বাহিনীর পেশাদার খুনি, চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী মহসিন ওরফে কিলার মহসিন নিহত হয়েছে।’
সে সময় বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
র্যাব-৪ এর কমান্ডিং অফিসার মোজাম্মেল হক ডেইলি স্টারকে বলেন, একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আরও হত্যা মামলা বিচারাধীন ছিল।’
ইস্টার্ন হাউজিংয়ের কাছে এই ‘গুলি বিনিময়’ হয় বলেও জানান তিনি।
Comments