মহেশখালীতে দখলদারদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৩
কক্সবাজারের মহেশখালীতে দখলকৃত বনভূমি উদ্ধারে গিয়ে দখলদারদের হামলায় বন কর্মকর্তাসহ তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আহমদ চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশখালী উপজেলার কেরুনতলি বীটের করইবুনিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-বিট কর্মকর্তা আহসানুল কবির (৪৫), ফরেস্টার ইউসুফ উদ্দিন (৩০) ও বন বিভাগের নৌকা চালক জিয়া রহমান (৩৫)।
সুলতানুল আহমদ চৌধুরী আজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুফল প্রকল্পের অধীনে করইবুনিয়া এলাকার সংরক্ষিত বনে চারা রোপণ কর্মসূচি চলছিল। বৃহস্পতিবার বনায়নের জন্য বিট কর্মকর্তার নেতৃত্বে তিন জন ওই এলাকায় গেলে, দখলদাররা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় বন কর্মকর্তাসহ তিন জন আহত হন।'
হামলায় গুরুতর আহত ফরেস্টার ইউসুফ উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
যোগাযোগ করা হলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই এলাকায় বনের জায়গার দখল নিয়ে গ্রামবাসীর সঙ্গে একটা বিরোধ চলে আসছিল। গতকাল হামলা হয়েছে শুনেছি। অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।'
Comments