এখনও পাটুরিয়া ঘাটে আটকে আছেন ঈদে ঘরমুখো মানুষ
আজ শনিবার ঈদের দিন সকালেও পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা যায় ঈদে ঘরমুখো মানুষদের।
ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে প্রায় ২০ ঘণ্টা আটকে থাকার পর অধিকাংশ যাত্রী বাড়িতে পৌঁছতে পারলেও এখনও ঘাটে আটকা আছে তিন শতাধিক গাড়ি ও যাত্রী।
তবে, আজ বেলা ১২টার মধ্যে আটকে পড়া যাত্রী ও যানবাহন ফেরি পার হয়ে যেতে পারবে বলে দ্য ডেইলি স্টারকে জানান মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এস এম ফেরদৌস বলেন, ‘শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ বন্ধ থাকায় ওই পথের যাত্রী ও যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া পথে আসাতেই পাটুরিয়া ঘাটে গাড়ির লাইন দীর্ঘ হয়ে যায়।’
বিআইডব্লিউটিসি’র পাশাপাশি তিনি ও তার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, আনসার ও দমকল বাহিনীর সদস্যরা ঘাটে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে আরও বলেন, ‘এর ফলে হাজার হাজার গাড়ি রাতেই পার করা সম্ভব হয়েছে।’
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘ছোট-বড় মোট ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি পারাপার স্বাভাবিক আছে।’
এই পথে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ফেরি পারের অপেক্ষায় থাকা গাড়ির লাইন পাটুরিয়া ফেরিঘাট থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ হয়। এতে যাত্রী ও যানবাহনের চালক-সহযোগীরা চরম দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন:
Comments