টাঙ্গাইলে আ. লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আমিনুল ইসলাম তালুকদার নিক্সন। ছবি: সংগৃহীত

ঈদের আগের দিন শুক্রবার রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ছুরিকাঘাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় হাদিরা ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে।

নিহত আমিনুল ইসলাম তালুকদার নিক্সন (৪৮) উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের আলাউদ্দিন তালুকদারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

নিহত নিক্সন টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম কলেজে শিক্ষকতা করতেন এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিক্সন পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলায় থাকতেন। সেখান থেকে তিনি গতকাল বিকেলে নিজ গ্রাম গোপালপুরের আজগড়া আসেন।

ঈদ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ শেষে রাত ১১টায় মোটরসাইকেল নিয়ে আবার ধনবাড়ির উদ্দেশ্যে রওনা হন। নরিল্লা এলাকায় পৌঁছালে সেখানে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা নিক্সনকে রাত সাড়ে ১১টায় নিকটবর্তী মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ শনিবার নিহত নিক্সনের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানা যায়নি।’

সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago