ভারতে শিপইয়ার্ডে ক্রেন ভেঙে কমপক্ষে ১১ জনের মৃত্যু

ভারতের বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপইয়ার্ডে ক্রেন ভেঙে পড়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নতুন আসা একটি ক্রেনের পরীক্ষামূলক ব্যবহারের সময় হঠাৎ করেই সেটি ভেঙে পড়ে। ক্রেনটি ভার বহনে কতটা উপযোগী তা পরীক্ষা করছিলেন শিপইয়ার্ডের কর্মকর্তারা।
ভেঙে পড়া ক্রেনের নীচে চাপা পড়ে আহত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানান অন্ধ্রপ্রদেশের পর্যটনমন্ত্রী এম শ্রীনিবাসা রাও।
অন্ধ্রপ্রদেশের সমুদ্র তীরবর্তী শহর বিশাখাপত্তনমে অবস্থিত হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। সরকার অধীনস্থ এই সংস্থায় জাহাজ তৈরি এবং জাহাজ মেরামতের কাজ করা হয়। এছাড়া সাবমেরিন তৈরির কাজও করে থাকে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড।
Comments