বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বাগেরহাটের ফকিরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ ও বাসের চালককে আটক করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর একটার দিকে খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় খুলনা-মংলা মহাসড়কের যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। পরে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি গ্রামের আবুল হাসানের ছেলে রুহুল আমিন (২৮) এবং চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবুর (২৯)।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ‘খুলনা থেকে আসা বাগেরহাটগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহী পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।’
Comments