পাটুরিয়া ঘাটে এখনো পারের অপেক্ষায় ৬ শতাধিক ট্রাক
যাত্রীবাহী বাসের ভিড় না থাকলেও পাটুরিয়া ঘাটে এখনো ছয় শতাধিক ট্রাক পারের অপেক্ষায় আছে। গত কয়েক দিনে আটকে পড়া ট্রাকগুলো এখন পার করা হচ্ছে।
আজ শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পাটুরিয়ার ঘাটের দুটি ট্রাক টার্মিনালে চার শ এবং মহাসড়কের ওপর দুই শতাধিক ট্রাক আটকা পড়েছে। ১৬টির মধ্যে ছোট-বড় মোট ১৪টি ফেরি সচল আছে। আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যই সব ট্রাক পার হয়ে যাবে।’
মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ‘শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ বন্ধ থাকায় ওই পথের যাত্রী ও যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া পথে এসেছে। যে কারণে গত দুদিন পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ বেড়ে গিয়েছিল। তবে আটকে পড়া যাত্রী ও যানবাহন পার করা সম্ভব হয়েছে। আজ দুপুর পর্যন্ত তিন শতাধিক গাড়ি ফেরি পারের অপেক্ষায় ছিল। দুপুর ১২টার পরে ঘাটে আর যাত্রীবাহী পরিবহন ছিল না।’
জেলা প্রশাসক এস এম ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিআইডব্লিউটিসির পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, আনছার ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ চেষ্টায় পাটুরিয়া ঘাটে আটকে পড়া হাজার হাজার গাড়ি দ্রুত পার করা সম্ভব হয়েছে।’
Comments