রাজধানীতে চলছে কোরবানির বর্জ্য অপসারণের কাজ

ঢাকার দুই সিটি করপোরেশনের তত্ত্বাবধানে রাজধানীতে চলছে কোরবানির বর্জ্য অপসারণের কাজ।
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশনের তত্ত্বাবধানে রাজধানীতে চলছে কোরবানির বর্জ্য অপসারণের কাজ।

আজ শনিবার দুপুর সোয়া দুইটায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ভাটারা এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ উদ্বোধন করেন।

২৪ ঘণ্টার মধ্যে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে দুই সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে, আগামীকাল ও পরশু যেসব কোরবানি দেওয়া হবে সেসব বর্জ্য অপসারণ করতে ২৪ ঘণ্টারও কম সময় লাগবে বলে জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

কোরবানির বর্জ্য অপসারণ উদ্বোধনকালে মেয়র বলেন, ‘ডিএনসিসির পরিছন্নতা কর্মীরা সব এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করবে এবং ১১টি ওয়াটার বাউজারের মাধ্যমে ব্লিচিং পাউডার ও তরল জীবানুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা হবে নগর।’

বর্জ্য অপসারণের সুবিধার্থে একটি অ্যাপস তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অ্যাপস ডিএনসিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে দেওয়া হয়েছে। সেটি ডাউনলোড করে ওপেন করে বর্জ্যের ছবি জমা দেওয়া হলে তাৎক্ষণিকভাবে জানা যাবে যে কোথায় বর্জ্য আছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট ব্যাগে রাখতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান মেয়র।

Comments