টেকনাফে পুলিশের গুলিতে ‘সাবেক সেনা কর্মকর্তা’ নিহত

dead_body.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের গুলিতে সেনা বাহিনীর এক সাবেক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবার রাতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যতটুকু জেনেছি তা হলো, রাতে টেকনাফের একটি পাহাড়ের ওপর লাইট জ্বলতে দেখে এলাকাবাসী তাদের ডাকাত মনে করে। এলাকাবাসী পরিচয় জিজ্ঞেস করলে সেখানে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে একজন অস্ত্র উঁচিয়ে এলাকাবাসীর দিকে এগিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পরে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় এলাকাবাসী থানায় খবর দেয়।’

‘খবর পেয়ে পুলিশ রাস্তায় চেকপোস্ট বসায়। একটি প্রাইভেট কারকে সংকেত দিলে সেই গাড়ি থেকে দুই জন নামেন। একজন নিজেকে আর্মির অবসরপ্রাপ্ত মেজর হিসেবে পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে হটটকে লিপ্ত হন। এক পর্যায় সেই অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দানকারী অস্ত্র বের করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এ ঘটনায় তার সঙ্গে যারা ছিল তারা পুলিশ হেজাফতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মামলা হয়েছে’— বলেন খন্দকার গোলাম ফারুক।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহীন মোহাম্মদ আবদুর রহমান বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে ওই ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে আনা হয়। আজ দুপুর ১টায় ময়নাতদন্ত শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় আটক দুই জনের মধ্যে একজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago