কুরবানির মাংস ভাগ করা নিয়ে মারামারি, ৫ জনের কারাদণ্ড

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা উত্তর পাড়া এলাকায় কুরবানির মাংস ভাগ করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকায় পাঁচজনকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমান এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মৌশা উত্তর পাড়া এলাকার সব্দার ফকিরের ছেলে সোহেল ফকির ও কাজী ইদ্রিস আলীর ছেলে কাজী সোহেলের মধ্যে কুরবানির মাংস ভাগ করা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে দুই পক্ষ মারামারি ও ভাঙচুরে জড়িয়ে পড়ে।
পরে ইউএনও ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
Comments