আগস্টেই ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংশোধিত মানচিত্র পাঠাবে নেপাল
নেপালের সংশোধিত মানচিত্র আগস্টের মাঝামাঝি সময়ে ভারত, গুগল ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঠানোর পরিকল্পনা করছে দেশটির সরকার।
এ জন্য দেশটির পরিমাপ বিভাগকে সংশোধিত মানচিত্রের চার হাজার কপি ইংরেজি ভাষায় ছাপাতে বলা হয়েছে।
আজ রোববার নেপালের ভূমি ব্যবস্থাপনা, সমবায় ও দারিদ্র্য বিমোচনমন্ত্রী পদ্ম আরিয়ালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ কথা জানিয়েছে।
মন্ত্রী বলেন, 'লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানিসহ সংশোধিত নতুন মানচিত্রটি ভারতসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঠাবো। এসব প্রক্রিয়া এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ হবে।’
এ জন্য দেশটির পরিমাপ বিভাগকে নতুন মানচিত্রের চার হাজার কপি ইংরেজি ভাষায় ছাপিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঠাতে বলা হয়েছে।
পরিমাপ বিভাগ ইতোমধ্যে মানচিত্রের এই সর্বশেষ সংস্করণের ২৫ হাজার কপি ছাপিয়ে দেশজুড়ে বিতরণ করেছে।
প্রাদেশিক ও অন্যান্য সরকারি কার্যালয়ে বিনামূল্যে মানচিত্রের কপি দেওয়া হচ্ছে। আর জনগণ ৫০ নেপালি রুপি দিয়ে তা কিনতে পারবেন।
নেপাল সরকার গত ২০ মে লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানিসহ সংশোধিত রাজনৈতিক ও প্রশাসনিক মানচিত্র প্রকাশ করে। গত ১৮ জুন সেটি সংসদের উচ্চকক্ষে পাস হয়।
আরও পড়ুন:
নেপালের নতুন মানচিত্র: পার্লামেন্টের উচ্চকক্ষেও সংবিধান সংশোধন বিল পাস
Comments