ইম্মোবিলে: সিরি আ গোল্ডেন বুট ও ইউরোপিয়ান গোল্ডেন শু
ইতালিয়ান সিরি আতে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন চিরো ইম্মোবিলে। ৩৬ গোল করে লাৎসিওর এই ফরোয়ার্ড বসেছেন গঞ্জালো হিগুয়াইনের পাশে। অনবদ্য অর্জনে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘ক্যাপোক্যানোনিয়েরে’ ও ইউরোপিয়ান গোল্ডেন শু নিশ্চিত করেছেন তিনি।
শনিবার রাতে সিরি আর ২০১৯-২০ মৌসুমে নিজেদের শেষ ম্যাচে নাপোলির মাঠে ৩-১ গোলে হেরেছে লাৎসিও। দলটির পক্ষে একমাত্র গোলটি করেন ইতালিয়ান তারকা ইম্মোবিলে। এতে হিগুয়াইনের রেকর্ডে ভাগ বসান তিনি। আর্জেন্টাইন স্ট্রাইকার ২০১৫-১৬ মৌসুমে নাপোলির হয়ে করেছিলেন ৩৬ গোল।
এই নিয়ে তৃতীয়বারের মতো সিরি আতে গোল্ডেন বুট হাতে তুলতে যাচ্ছেন ৩০ বছর বয়সী ইম্মোবিলে। ২০১৩-১৪ আসরে তোরিনোর হয়ে ২২ গোল করে প্রথমবার এই স্বাদ নেওয়া হয়েছিল তার। আর ২০১৭-১৮ মৌসুমে লাৎসিওর জার্সিতেই ২৯ গোল করে ইন্টার মিলানের মাউরো ইকার্দির সঙ্গে ‘ক্যাপোক্যানোনিয়েরে’ ভাগাভাগি করেছিলেন তিনি।
ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন শু জেতার অভিজ্ঞতা হচ্ছে ইম্মোবিলের। ৩৬ গোল করে ৭২ পয়েন্ট অর্জন করেছেন তিনি। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডভস্কির ৩৪ গোল করে চার পয়েন্টে পিছিয়ে আছেন।
দীর্ঘ ১৩ বছর পর কোনো ইতালিয়ান ফুটবলার পাচ্ছেন ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। সর্বশেষ ২০০৬-০৭ মৌসুমে ২৬ গোল ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছিলেন এএস রোমার ফ্রানসেস্কো টট্টি। তার আগের মৌসুমে ফিওরেন্তিনার লুকা টনি ৩১ গোল করে হয়েছিলেন সেরা।
টট্টি জেতার পরের বছর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল্ডেন শু জিতেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এরপর সবশেষ ১২ মৌসুমের প্রতিটিতেই পুরস্কারটি জিতেছেন বা ভাগাভাগি করেছেন লা লিগার কেউ। সবশেষ তিনবার টানা জিতেছিলেন রেকর্ড ছয়বারের বিজয়ী বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
Comments