বাউফলে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ২
পটুয়াখালীর বাউফল উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হওয়া সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রুমন তালুকদার (৩৩) ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিয়াদ হোসেন (২৪) নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাউফলের কেশবপুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়। রাতেই পুলিশ চার জনকে আটক করে, আজ সকালে আরও পাঁচ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
Comments