সন্ধ্যায় দোকান খোলা রাখার সময় বাড়ল
করোনাভাইরাস মহামারির মধ্যে দোকানপাট ও বিপণি বিতান খোলা রাখার সময় আরও এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে যা আগে সাতটা পর্যন্ত সীমাবদ্ধ ছিল।
তবে জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাসার বাইরে না যাওয়ার নির্দেশনা বলবত থাকছে। বাসার বাইরে সব সময় মাস্ক পরে থাকতে বলা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।
আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, বাসার বাইরে সব সময় মাস্ক পরে, পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হাটবাজার, দোকানপাট, শপিংমলে দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশ মুখে তাপমাত্রা পরিমাপক যন্ত্র এবং হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজার রাখতে হবে। শপিংমলে আসা যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত রাখতে হবে। হাটবাজার, দোকানপাট শপিংমল অবশ্যই রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
Comments