বিজয়নগরের সেই অবৈধ বাঁধ ভেঙে দিলো প্রশাসন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আলিয়াজুড়ি বিলে মাছ চাষ করতে প্রভাবশালী কর্তৃক অবৈধভাবে দেওয়া সেই বাঁধ ভেঙে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় জনগণের সহায়তায় উপজেলা প্রশাসন এই বাঁধ ভেঙে দেয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের নির্দেশে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইয়াসির আরাফাতের তত্ত্বাবধানে এই অবৈধ বাঁধটি ভেঙে দেওয়া হয়।’
সে সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সালেহ, পত্তন ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান রতন, সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় প্রভাবশালী কয়েকজন এই বিলে বাঁশের বেড়া ও জাল দিয়ে অবৈধভাবে বাঁধ দেন। উন্মুক্ত জলাশয়ে একটি সেতুর নিচে নৌ-চলাচল বন্ধ করে বাঁধ দেন তারা।
এলাকাবাসী ডেইলি স্টারকে জানান, পত্তন ইউনিয়নের নোয়াগাঁও মোড় থেকে বিষ্ণুপুর ইউনিয়নে যেতে বহমান প্রায় সাত কিলোমিটারের এই উন্মুক্ত জলাশয়টি উপজেলার চম্পকনগর থেকে ছোট-ছোট খালে সংযুক্ত হয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করেছে।
নোয়াগাঁও গ্রামের মানিক মিয়া নামে এক ব্যবসায়ী এতে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করেছিলেন। ফলে ছোট-বড় নানা প্রজাতির মাছের উন্মুক্ত চলাচল বাধাগ্রস্ত হয়।
এই নিয়ে ডেইলি স্টারসহ অন্য কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন বিষয়টিকে আমলে নেয়।
Comments