জমির মালিকানা দাবি করে পটুয়াখালীতে ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাংচুর, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাংচুর করা হয়েছে। ওই অফিসের জমির মালিকানা দাবি করে এলাকার সেলিম হাওলাদারের নেতৃত্বে একটি দল আজ মঙ্গলবার ভোররাত অনুমান ১টার দিকে অফিস ভাংচুর করে বলে অভিযোগ করা হয়েছে।
পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাংচুর করা হয়েছে। ওই অফিসের জমির মালিকানা দাবি করে এলাকার সেলিম হাওলাদারের নেতৃত্বে একটি দল আজ মঙ্গলবার ভোররাত অনুমান ১টার দিকে অফিস ভাংচুর করে বলে অভিযোগ করা হয়েছে।

ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছেন- সেলিম হাওলাদার (৫৫), তার চাচাতো ভাই কবির (৪৫) ও মিজান (৪৫)।

মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগের ওই অফিসটি করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ব্যবহার করা হয়নি। এ ছাড়াও সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয় এটি। গতকাল সোমবার বিকেলে স্থানীয় নেতৃবৃন্দ সভা করে ঘরটি সংস্কারের সিদ্ধান্ত নেন এবং রাতেই এ ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘রাতেই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। প্রাথমিক সাক্ষ্য প্রমাণ শেষে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অফিসের জায়গাটি রাস্তার পাশে। কেউ এটিকে খাস জমি এবং কেউ ব্যক্তিগত জমি বলে দাবি করে।’

এ ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী শিকদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন জানিয়ে ওসি আরও বলেন, ‘তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago