এই সিরিজের পর আমাকে সবাই চিনবে: নাসিম
গতির ঝড় তুলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা নাসিম শাহর নাম আর এখন অচেনা নয়। কিন্তু সতেরো পেরুনো তরুণ পাকিস্তানি পেসার নিজেকে আরও বড় করে চেনাতে আছেন মুখিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর তাকে সবাই ‘মনে রাখার মতো’ চিনে ফেলবেন বলে মনে করেন তিনি।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বুধবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তানের প্রথম টেস্ট। এই সিরিজে পাকিস্তানের পেস আক্রমণ আলোচিত নাম নাসিম।
ঘণ্টায় নিয়মিত ৯০ মাইলের গতিতে বল করতে পারেন। সতেরো পেরুনো নাসিম বছর খানেক আগে আন্তর্জাতিক ক্রিকেটে এসে খেলেছেন ৪ টেস্ট। এরমধ্যে গতির সঙ্গে স্কিলের মুন্সিয়ানাও দেখিয়েছেন তিনি।
এবার ইংল্যান্ডের মাঠে ছন্দে থাকা ইংল্যান্ডের বিপক্ষে বড় পরীক্ষা তার। তার আগে নিজের ভেতরে তেতে থাকার বারুদ দেখালেন তিনি। জো রুট, বেন স্টোকসদের মতো তারকাদের বিপক্ষে খেলার রোমাঞ্চদের সঙ্গে তার ভেতর কাজ করছে কিছু করে দেখানোর তাড়না, ‘ক্রিকেটার হিসেবে জো রুট ও বেন স্টোকসকে আমি অনেক উপরে রাখি। ওদের বিপক্ষে বল করার সুযোগ পাব বলে দারুণ লাগছে। তবে ওদের কাউকে আমি ভয় পাই না। ওদের সম্মান করি, সমীহ করি কিন্তু আমার উপর চড়াও হতে দেব না।’
নির্দিষ্ট কোন লক্ষ্য ঠিক না করলেও নাসিম চান, এমন কিছু করতে, যাতে এই সিরিজের পরই বড় কাতারে চলে আসে তার নামও, ‘আমি চাই এই সিরিজের পর যেন প্রতিপক্ষ দল আর সমর্থকরা আমার বোলিং মনে রাখে। এই মুহূর্তে আমাকে সবাই চেনে না। আশা করছি এই সিরিজের পর সবাই চিনে যাবে।’
নিজেকে চেনানোর পাশাপাশি এই সিরিজে নাসিমের শেখার সুযোগও অবারিত। প্রতিপক্ষ দলে আছেন বিশ্ব ক্রিকেটেরই চলতি সময়ের সবচেয়ে অভিজ্ঞ দুই পেসার জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড।
বিশেষ করে টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারী পেসার অ্যান্ডারসনের কাছ থেকে শিখতে মুখিয়ে আছেন নাসি, ‘নিজ দলের খেলোয়াড় ও কোচদের থেকে শেখাটা জরুরী। একইসঙ্গে আমার মনে হয় প্রতিপক্ষ দলের থেকেও শেখাটা গুরুত্বপূর্ণ।’
‘আমি ইংল্যান্ডের পেসারদের উপর খেয়াল রাখব। দেখব দেশের মাঠে তারা কীভাবে বল করে। জেমস অ্যান্ডারসনের আমি ভক্ত। দীর্ঘদিন ধরে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন। তার বোলিং থেকে শেখার সুযোগ কাজে লাগাতে চাই।’
করোনাভাইরাস মহামারির মধ্যে জৈব সুরক্ষিত পরিবেশে দর্শকশূন্য মাঠে ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ড। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট হেরেও সিরিজ জিতেছে তারা। নাসিম মনে করেন পাকিস্তানের বিপক্ষেও শুরুতে এগিয়ে থাকবে স্বাগতিকরা, ‘ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকবে। কিন্তু আমরা যদি সুযোগ কাজে লাগাতে পারি আর সতর্ক থাকি তবে আমাদেরও জেতার অবস্থা তৈরি হবে।’
Comments