'পিকে সাধারণ মানের, ভ্যালেন্সিয়ার হয়ে খেললে কেউ চিনত না'
সেই ২০০৪ সাল থেকে ফুটবল ক্লাব বার্সেলোনার রক্ষণভাগের অতন্দ্র প্রহরী জেরার্দ পিকে। ক্লাবের হয়ে অনেক সাফল্যে রেখেছেন প্রত্যক্ষ অবদান। তবে সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তার। বয়সটাও বেড়েছে। তাই রীতিমতো তাকে সাধারণ মানের খেলোয়াড় বলে তোপ দাগিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ও সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অস্কার রুগেরি।
তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ বার্সেলোনার হয়েই ২৯টি শিরোপা জিতেছেন পিকে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ রয়েছে তার। ফিফার বিশ্ব একাদশে সুযোগ মিলেছে চারবার। ক্লাব ক্যারিয়ারে সাফল্য তার অসাধারণ। তবে শুধু ক্লাবের হয়ে নয়, জাতীয় দলের হয়েও ঈর্ষনীয় সাফল্য পিকের। বিশ্বকাপ জিতেছেন, জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপও। তারপরও রুগেরির দৃষ্টিতে সাধারণ মানের খেলোয়াড় পিকে।
ফক্স স্পোর্টস আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এ রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার বলেন, 'আমার কাছে পিকে দ্বিতীয় শ্রেণীর (খেলোয়াড়), অন্য সবার মতো।'
২০১১ সালে কলম্বিয়ান তারকা গায়িকা শাকিরার সঙ্গে একত্রে আছেন পিকে। ভবিষ্যতে বার্সেলোনার প্রেসিডেন্ট হওয়ার তালিকায় তার নাম বেশ ভালোভাবেই আছে। তবে গড়পড়তার দল এমনকি ভ্যালেন্সিয়ার হয়ে খেললেও তাকে কেউ চিনত না বলেই মনে করেন রুগেরি, 'সে দেখতে দারুণ, গায়িকার (শাকিরা) সঙ্গে আছে। তার দাঁড়ি দারুণ, তবে সে যদি ভ্যালেন্সিয়ার হয়ে খেলত তাহলে তাকে কেউ এতোটা চিনত না।'
তবে তারপরও পিকে বার্সেলোনার হয়েই ক্যারিয়ারের শেষ পর্যন্ত খেলে যাবেন বলে মনে করেন রুগেরি, 'পিকে বার্সেলোনার হয়ে খেলবে, সে আমার মতো, সাধারণ মানের। ভালো ডিফেন্ডার তবে খুব ভালো নয়। সে কখনোই চাপে থাকে না, যদি না বড় দলের বিপক্ষে খেলা হয়।'
পিকের কড়া সমালোচনা করলেও উত্তরসূরি রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও রামোসের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এ আর্জেন্টাইন। তাকেই বিশ্বের সেরা ডিফেন্ডার বলেছেন তিনি, 'সের্জিও রামোস এখন পর্যন্ত বিশ্বের সেরা (ডিফেন্ডার)।'
Comments