‘অসুস্থতাজনিত কারণ দেখিয়ে থানা ছেড়েছেন টেকনাফের ওসি প্রদীপ কুমার’

টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস অসুস্থতাজনিত কারণ দেখিয়ে থানা ছেড়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

আজ বুধবার তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার গতকাল সকালে তার অসুস্থতাজনিত কারণ দেখিয়ে একটি সাধারণ ডায়েরি করে থানা থেকে বেরিয়ে চলে গেছেন। প্রদীপ কুমার সুস্থ না হওয়া পর্যন্ত, তার অবর্তমানে ইন্সপেক্টর (তদন্ত) যিনি আছেন তিনি ওসির দায়িত্ব পালন করবেন।

এদিকে পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ওসি প্রদীপ কুমারকে শিগগির টেকনাফ থেকে প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের বোন প্রদীপসহ নয় জনের বিরুদ্ধে আজ মামলা করেছেন।

ওসি প্রদীপ এবং বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকতসহ নয়জন পুলিশ সদস্যকে মামলায় আসামি করা হয়েছে।

মেজর (অব.) সিনহা নিহত হওয়ায় পরে টেকনাফের বাহারছরা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) লিয়াকত আলীসহ ২১ জনকে ক্লোজ করা হয়। রোববার সকালে তাদের কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে যুক্ত করা হয়।

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago