বৈরুত বিস্ফোরণ: ৪ বাংলাদেশি নিহত, আহত অন্তত ৮০
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে আরও দুই বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণে চার বাংলাদেশি মারা গেলেন। আহত হয়েছেন অন্তত ৮০ জন।
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সরি আবদুল্লাহ আল মামুন আজ বুধবার রাতে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান ও রাসেল মিয়া, কুমিল্লার রেজাউল এবং মাদারীপুরের মিজানুর রহমান।
বিস্ফোরণে আহতদের মধ্যে ১৯ জন নৌবাহিনীর। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে এ পর্যন্ত ১১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন চার হাজারের বেশি। সেইসঙ্গে বিস্ফোরণে আড়াই লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন।
Comments