করোনায় সাবেক আইন সচিব জহিরুল হকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক (৬২)। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সাবেক আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক (৬২)। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আইন মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার  মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি গত ২৭ জুলাই বিএসএমএমইউতে ভর্তি হন। এরপর সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন আবু সালেহ শেখ মো. জহিরুল হক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

উল্লেখ্য, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে আইন সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন আবু সালেহ শেখ মো. জহিরুল হক। এরপর ২০১৭ সালের ৭ আগস্ট  অবসরে গেলে সরকার তার অবসর-উত্তর ছুটি বাতিল করে তাকে দুই বছরের জন্য আইন ও বিচার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেন। এরপর দুই বছর চুক্তিভিত্তিক দায়িত্ব পালন শেষ করে ২০১৯ সালের ৭ আগস্ট তিনি পুরোপুরি অবসরে চলে যান।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

7h ago