সিনহা হত্যা মামলার ৮ আসামি আদালতে, প্রদীপ দাশকে নেওয়া হচ্ছে কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার আট আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে নেওয়া হয়।
বাহারছরা শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক নন্দলাল রক্ষিত, উপপরিদর্শক টুটুল, সহকারী উপপরিদর্শক লিটন মিয়া এবং কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও মো. মোস্তফা বর্তমানে আদালতের হেফাজতে আছেন।
আজ দুপুরে টেকনাফ থানার প্রত্যাহারকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অসুস্থতাজনিত কারণে তিনি বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। সেখান থেকে পরবর্তীতে টেকনাফ থানার মামলার এজাহারে তার নাম রয়েছে জানতে পেরে তিনি আত্মসমর্পণের ইচ্ছা পোষণ করেন। আত্মসমর্পণের জন্য তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।’
গতকাল রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ মডেল থানায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ জামিন অযোগ্য ধারায় মোট নয় জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। নিয়মিত হত্যা মামলা দায়ের হওয়ার পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
Comments