শান মাসুদের সেঞ্চুরির পর পাক পেসারদের তোপ

আগের দিনে দারুণ খেলে ফিফটি করা বাবর আযম ফিরে যান দ্রুতই। কিন্তু ওপেন করতে নামা শান মাসুদ ছিলেন দৃঢ়তার প্রতিচ্ছবি হয়ে। আরেক প্রান্তে উইকেট পতনের মিছিলে দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে দেড়শো ছাড়িয়ে যান তিনি। দল পেরোয় তিনশোর গণ্ডি। তবে ৩২৬ রানে আটকে যাওয়া পাকিস্তানের হাসি দিনশেষে চওড়া করেছেন তাদের পেসাররা। তিন অঙ্কের আগে চার ব্যাটসম্যান খুইয়ে নড়বড়ে অবস্থা ইংল্যান্ডের।
বৃহস্পতিবার ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন পুরোটাই পাকিস্তানিদের। অথচ দিনের শুরুতে দিন স্বাগতিকদের পক্ষে থাকারই আভাস ছিল। দারুণ খেলতে থাকা বাবরকে শুরুতেই তুলে নেন জেমস অ্যান্ডারসন।
ক্রিস ওউকস, স্টুয়ার্ট ব্রডের ছোবলে আশাদ শফিক, মোহাম্মদ রিজওয়ানরা ফেরেন দ্রুত। এক প্রান্তে শানের প্রতিরোধ থামিয়ে ইনিংসও মুড়ে দেন ব্রড। মাঝে জোড়া আঘাত হেনে জোফরা আর্চারও দেখান ঝাঁজ।
প্রতিপক্ষকে বড় রান করতে না দিয়ে যেখানে স্বস্তি থাকার কথা ইংল্যান্ডের। সেই স্বস্তির পরিবেশ ব্যাট করতে নেমেই উধাও। শাহীন শাহ আফ্রিদি আর মোহাম্মদ আব্বাস শুরুতেই কাঁপন ধরিয়ে দেন ইংল্যান্ডের টপ অর্ডারে।
১২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। বিপর্যয় সামলানোর চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক জো রুট। লেগ স্পিনার ইয়াসির শাহর বলে ফেরেন তিনি।
জস বাটলারকে নিয়ে চরম খারাপ অবস্থা কাটানোর চেষ্টা করছেন অলি পোপ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: (আগের দিন ১৩৯/২) ১০৯.৩ ওভারে ৩২৬ (মাসুদ ১৫৬, বাবর ৬৯, শফিক ৭, রিজওয়ান ৯, শাদাব ৪৫, ইয়াসির ৫, আব্বাস ০, আফ্রিদি ৯* নাসিম ০; অ্যান্ডারসন ১/৬৩, ব্রড ৩/৫৪, ওকস ২/৪৩, আর্চার ৩/৫৯, বেস ১/৭৪, রুট ০/২৫)
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৮ ওভারে ৯২/৪ (বার্নস ৪, সিবলি ৮, রুট ১৪, স্টোকস ০, পোপ ৪৬*, বাটলার ১৫*; আফ্রিদি ১/১২, আব্বাস ২/২৪, নাসিম ০/১৮, ইয়াসির ১/৩৬)
Comments