রামেন্দু ও ফেরদৌসী মজুমদার করোনায় আক্রান্ত
স্বনামধন্য অভিনেতা দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার এই তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে রামেন্দু মজুমদার জানান, তারা দুজনেই বাসায় আইসোলেশনে আছেন।
তিনি বলেন, ‘গত ১৮ জুলাই ফেরদৌসী মজুমদারের করোনা পজেটিভ ধরা পড়ে। তারপর ২৮ জুলাই আমার করোনা পজেটিভ আসে।’
আরও বলেন, ‘মানুষের ভালোবাসা ও নিজেদের শক্ত মনোবল নিয়ে ভালো হয়ে যাবো এতটুকু বিশ্বাস আমাদের আছে।’
‘ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় আছি এবং সব স্বাস্ব্যবিধি মেনে চলছি। এখনও আমরা মোটামুটি সুস্থ আছি। সবার দোয়া প্রার্থনা করছি,’ যোগ করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার।
অভিনয়কলায় অবদানের জন্য ফেরদৌসী মজুমদার একুশে পদক ও স্বাধীনতা পদক পেয়েছেন। রামেন্দু মজুমদার অভিনয়কলায় অবদানের জন্য একুশে পদক পেয়েছেন।
Comments