অতিরিক্ত ভাড়া নেওয়ায় ২২ বাস চালককে জরিমানা
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা এবং স্বাস্থ্যবিধি না মানায় ২২ বাস চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এ তথ্য জানায়।
এতে বলা হয়, গতকাল বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। আইন অমান্য করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করায় ঢাকাগামী ২২টি বাস আটক করা হয়। এসব বাসের চালকদের কাছ থেকে ৬৫ হাজার পাঁচ শ টাকা জরিমানা আদায় করা হয়।
সিরাজগঞ্জ-ক অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮৬ ধারায় জরিমানার আদেশ দেন।
Comments