সংসদ ভবন এলাকায় সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রত্না নিহত
রাজধানীর সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে লেক রোড়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না।
আজ শুক্রবার সকালে লেক রোড়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়।
শেরে বাংলানগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
রত্না (৩৪) পর্বতারোহনের পাশাপাশি রাজধানীর আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
Comments