কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির পলায়নের অভিযোগ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে এক কয়েদি পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আজ শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায় এজাহার দায়ের করা হয়েছে।
পালিয়ে যাওয়া কয়েদির নাম আবু বকর সিদ্দিক (৩৪)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আদা চণ্ডীপুর গ্রামের তেছের আলী গাইনের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর আলম এজাহারের বরাত দিয়ে জানান, কারাগার-২ এর জেলার মো. বাহারুল ইসলাম কোনাবাড়ি থানায় একজন কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করে একটি অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে আজ বিকাল ৪টা পর্যন্ত ওই কয়েদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এএসআই আরও জানান, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ২০০২ সালের মার্চ মাসে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। তাকে ফাঁসির আসামি হিসেবে ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার সাজা সংশোধন করে ২০১২ সালের ২৭ জুলাই আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
কারাগার সূত্র জানায়, ওই কয়েদি কারাগারের কোথাও লুকিয়ে থাকতে পারেন বলে প্রথমে মনে করা হয়। কারণ, এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করেছিলেন। তখন তিনি সেল এলাকায় সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পরদিন তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু আজ বিকাল ৪টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তিনি কৌশলে কারাগার থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
Comments