গাইবান্ধায় নদীতে গোসল করতে নেমে জাবি শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু
গাইবান্ধায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমলপুর হাসবাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মৃত আল মুহাইমিন সায়েম (২১) ও সাজিউর রহমান সজিব (২১) এর বাড়ি বগুড়া জেলায়। গত তিন দিন আগে সায়েম তার বন্ধু সজিবকে নিয়ে গাইবান্ধায় নানীর বাড়িতে বেড়াতে আসেন।’
তাদের বন্ধু রেহান জানায়, ‘আজ দুপুরে সিয়াম ও সজিবসহ আমরা সাত জন হাসবাড়ির করতোয়ার শাখা নদীতে গোসল করতে যাই। সায়েমসহ কয়েকজন সাঁতার জানতো না। হঠাৎ দুজন পানিতে তলিয়ে যায়। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুজি করে তাদের দুই জনকে উদ্ধার করা হয়।’
উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার আগেই সায়েম ও সজিব মারা যায় বলে জানান তিনি।
আল মুহাইমিন সায়েম (২১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৮তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
যোগাযোগ করা হলে জাবি পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র কল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সায়েম একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মারা যাওয়ার বিষয়টি জানতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। আমরা সায়েমের পরিবারের পাশে দাঁড়াবো।’
Comments