কেরালায় বিমান দুর্ঘটনায় ২ পাইলটসহ নিহত ১৬
ভারতের কেরালায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের একটি উড়োজাহাজ রানওয়েতে ভেঙে পড়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ফ্লাইটটির দুই পাইলটসহ অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
এনডিটিভি জানায়, দুবাই ফেরত ওই উড়োজাহাজে ১৯১ জন যাত্রী ছিলেন।
কেরালার পুলিশ প্রধান জানান, ভেতরে আটকে থাকা অন্তত চার জনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
ভেতরে থাকা অধিকাংশকেই উদ্ধার করা গেছে। আহত অন্তত ৫০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার দুপুরে উড়োজাহাজটি দুবাই থেকে রওনা হয়ে সন্ধ্যা ৭টা ৪০ এ কেরালায় পৌঁছে কোঝিকোড়ে অবতরণের সময় রানওয়েতে ভেঙে পড়ে।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বিমানটি দু’টুকরো হয়ে রানওয়ে ও এর কিছুটা বাইরের অংশে ছড়িয়ে পড়েছে। ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পার্লামেন্ট সদস্য টিভি ইব্রাহিম বলেন, ‘আহত যাত্রীদের হাসপাতালে নেওয়া হয়েছে। ভাগ্যক্রমে বিমানটিতে আগুন লাগেনি।’
আরও পড়ুন:
Comments