কেরালায় উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত বেড়ে ১৮
ভারতের কেরালায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজ রানওয়েতে ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১২৭ জন।
আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল দুপুরে উড়োজাহাজটি দুবাই থেকে রওনা হয়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরালায় পৌঁছে কোজিকোড়ে অবতরণের সময় রানওয়েতে ভেঙে পড়ে।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে ১৯০ জন আরোহী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত ১৮ জনের মধ্যে উড়োজাহাজটির দুই পাইলটও রয়েছেন।
এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি।
আরও পড়ুন:
Comments