সংগীত ব্যক্তিত্ব আলাউদ্দিন আলী লাইফ সাপোর্টে
বরেণ্য সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার আলাউদ্দিন আলীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আজ শনিবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আলাউদ্দিন আলীর বর্তমান অবস্থা বেশ গুরুতর। তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারজানা আলী।
তিনি বলেন, ‘হঠাৎ করেই আজ ভোরে আলাউদ্দিন আলী অসুস্থ হয়ে পড়েন। এর আগে বেশ ভালোই ছিলেন তিনি। অসুস্থ বোধ করার পরপরই আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।’
Comments