মানিকগঞ্জে লেগুনা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
মানিকগঞ্জের সিঙ্গাইরে লেগুনা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম।
নিহত দুই জন হলেন— মোটরসাইকেল আরোহী মানিকগঞ্জ সদর উপজেলা আইরমারা গ্রামের আশরাফ খান (৫৫) ও লেগুনার যাত্রী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ (৮)।
সিঙ্গাইর থানার পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় হেমায়েতপুরগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে লেগুনা ও মোটরসাইকেল খাদের পানিতে ডুবে যায়। দুর্ঘটনায় লেগুনার যাত্রী আট বছরের শিশু আব্দুল্লাহ পানিতে তলিয়ে যায়। দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আব্দুল্লাহকে মৃত অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করে। অপর দিকে গুরুত্বর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আশরাফকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Comments