চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর মৃত্যু

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক ছিলেন।
ইকরাম চৌধুরী। ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক ছিলেন।

আজ শনিবার ভোর সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি কিডনী ও ডায়াবেটিসসহ জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং মরদেহ দাফন করা হবে চাঁদপুর পৌর গোরস্থানে।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

17m ago