টাঙ্গাইলে মহাসড়কের পাশে ডোবায় ভাসছিল ২ জনের মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সোহাগপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
Tangail_deadbody_Recovered_.jpg
টাঙ্গাইলের মির্জাপুর থানা চত্বরে আহাজারি করছেন নিহত দুই জনের স্বজন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সোহাগপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুই জন কুড়িগ্রামের চিলমারী থানার শান্তিনগর গ্রামের মাসুদ রানা (৩০) ও রংপুরের কোতোয়ালী থানার চানবাড়ি গ্রামের মামুন মিয়া (৩২) বলে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাসুদ গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। মামুনের ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা আছে। গাজীপুরের চক্রবর্তী এলাকায় তারা পাশাপাশি দুটি বাসায় ভাড়া থাকতেন। আজ সকাল ৭টার দিকে মহাসড়কের পাশে মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় জানায়।

মির্জাপুর থানার উপপরিদর্শক দীপু সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মাসুদ ও মামুন ঈদের ছুটি শেষে মোটরসাইকেলে ফিরছিলেন। ঘটনাস্থলে তাদের ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন সেট, কাপড় এবং কাগজপত্রভর্তি একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তারা ওই এলাকায় দুর্ঘটনা কবলিত হয়েছিলেন কিংবা দুর্বৃত্তরা তাদের হত্যা করে ফেলে রেখে গেছে। দুজনের গলায় কাটা দাগ আছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।’

Comments