পরিচালক সোহানুর রহমান সোহান সস্ত্রীক করোনায় আক্রান্ত
চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ আছেন।
আজ শনিবার দুপুরে সোহানুর রহমান সোহান নিজেই দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এখন অনেকটাই ভালো আছি। বড় ধরনের কোনো সমস্যা নেই। দ্রুত সেরে উঠার আশা করছি। বর্তমানে বাসাতেই আইসোলোশনে আছি। আমার স্ত্রীও এখন ভালো আছে। আগামী কিছুদিন পর আবার আমরা করোনা টেস্ট করাবো।’
সোহানুর রহমান সোহান পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বাস অবিশ্বাস’। তার অন্য ছবিগুলো হলো- কেয়ামত থেকে কেয়ামত, আমার ঘর আমার বেহেশত, মা যখন বিচারক, আমার জান আমার প্রাণ, বেনাম বাদশা ও স্বজন।
Comments