চীন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেকে রাজনীতি করছে: পররাষ্ট্রমন্ত্রী

‘চীন বাংলাদেশকে আট হাজারের বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে এবং করোনাভাইরাসের ভ্যাকসিনও দেবে। এটা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো বিতর্ক তৈরি হয়নি।’
ছবি: ইউএনবি

‘চীন বাংলাদেশকে আট হাজারের বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে এবং করোনাভাইরাসের ভ্যাকসিনও দেবে। এটা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো বিতর্ক তৈরি হয়নি।’

শনিবার মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তবে এসব বিষয়কে কেন্দ্র করে অনেকে রাজনীতি করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে সুমদ্র, সীমান্ত, নিরাপত্তাসহ আমাদের বিভিন্ন সমস্যা দূর হয়েছে। ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। আর চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক।’

চীন ও ভারতের করোনা ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় এর দায়িত্বে রয়েছে। আমি শুনেছি চীনা একটি কোম্পানি বিভিন্ন দেশে এ ধরনের গবেষণা করে। এটা সম্পূর্ণ গবেষণার বিষয়। আমাদের দেশের মানুষের জন্য যদি এ ভ্যাকসিন ব্যবহার করতে হয় তাহলে সেটা নিয়ে সরকার চিন্তা করবে।’

‘ভারত ও পাকিস্তান অক্সফোর্ডের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ভ্যাকসিন নিয়ে কাজ করছে। তবে আমরা এখনও এ বিষয়ে কারও সঙ্গে চুক্তি করিনি যা দুঃখজনক,’ যোগ করেন তিনি।

ড. মোমেন আরও বলেন, ‘ভারত-চীনের মধ্যকার সমস্যা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আগামী বছর আমরা ভারতকে নিয়ে ৫০ বছর পূর্তি উৎসব করব। আমাদের বিজয় মানে ভারতের বিজয়। আবার ভারতের বিজয় মানে আমাদের বিজয়।’

এর আগে ড. মোমেন মুজিবনগর পৌঁছালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও পুলিশ সুপার এসএম মুরাদ আলী।

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

8h ago