ভার্চুয়াল বিচার কাজ চালিয়ে যাবে সুপ্রিম কোর্টের চেম্বার বেঞ্চ
চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল আদালতে বিচার কাজ পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের চেম্বার বেঞ্চ।
আজ শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. নুরুজ্জামান ১২, ১৮ ও ২৫ আগস্ট সকাল ১১ টা থেকে মামলার শুনানি ও নিষ্পত্তি করবেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ গত ১৯ জুলাই থেকে সপ্তাহে পাঁচ দিন ভার্চুয়াল আদালতে মামলার শুনানি ও নিষ্পত্তি করছেন।
গত ৬ আগস্ট প্রধান বিচারপতি মামলা সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থে নিয়মিত ও ভার্চুয়াল দুই পদ্ধতিতেই হাইকোর্টের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেন।
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
যেসব আইনজীবী সরাসরি আদালতে উপস্থিত হয়ে মামলা পরিচালনায় আগ্রহী তারা নিয়মিত বেঞ্চে মামলা উপস্থাপন করবেন। আর, অন্যরা ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ব্যবহার করতে পারবেন।
Comments