ভারতে করোনা চিকিৎসায় ব্যবহৃত হোটেলে আগুন, নিহত ৯

ভারতের অন্ধ্র প্রদেশে করোনার চিকিৎসায় ব্যবহৃত হোটেলে আগুন। ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি হোটেলে অগ্নিকাণ্ডে নয় জন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।

আজ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে ৩০ জন করোনা রোগী এবং ১০ জন হাসপাতালকর্মী ছিলেন। স্থানীয় সময় আজ ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ৩০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, প্রথমে নিচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হোটেলটিতে আগুন লাগলে সেখানে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আগুন থেকে বাঁচতে ওই হোটেল ভবন থেকে লাফও দিয়েছেন দুই জন।

এ নিয়ে চলতি মাসেই করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ভবনে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এর আগে, গত ৬ আগস্ট গুজরাতের আহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা ওয়ার্ডে অগ্নিকাণ্ডে আট জন করোনা রোগী প্রাণ হারায়।

উল্লেখ্য, অন্ধ্র প্রদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত দুই লাখ ১৭ হাজার ৪০ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন এক লাখ ২৯ হাজার ৬১৫ জন। আর বর্তমানে আক্রান্ত রয়েছেন ৮৫ হাজার ৪৮৬ জন। এখন পর্যন্ত প্রদেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৯৩৯ জন মারা গেছেন।

Comments

The Daily Star  | English

One stabbed among at least four injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

29m ago