চেক রিপাবলিকে অ্যাপার্টমেন্টে আগুন, ৩ শিশুসহ ১১ জনের প্রাণহানি
ইউরোপের দেশ চেক রিপাবলিকের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বহুমিনের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার এই অগ্নিকাণ্ড ঘটে।
আজ রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডে ছয় জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন শিশু রয়েছে। আর আগুন থেকে বাঁচতে ভবনটির ১১তলার একটি ফ্ল্যাটের বারান্দা থেকে লাফিয়ে পড়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, এই ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মী ও এক পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
রাজধানী প্রাগ থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত বহুমিন শহরের অ্যাপার্টমেন্টের এই অগ্নিকাণ্ডটিকে চেক রিপাবলিকের ইতিহাসে ‘ভয়াবহ’ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যদিও অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে, কারণ জানতে তদন্ত করছে চেক রিপাবলিক পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছে স্থানীয় পুলিশ।
Comments