চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের আকবারশাহ এলাকায় পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আকবারশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

পুলিশ জানিয়েছে, আকবর শাহ থানাধীন হারবাতলী এলাকায় একটি নবনির্মিত ভবনের ভূগর্ভস্থ পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য নামলে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই জন হলেন— রাজু (৩০) ও রায়হান (২৮)। তাদের বাড়ি নোয়াখালীতে।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, আজ সকাল ০৮টা ৪৫ মিনিটে ওই দুই নির্মাণশ্রমিক ট্যাংকি পরিষ্কার করতে নিচে নামে। ভেতর থেকে সাড়া-শব্দ না পেয়ে বাড়ির লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Wasa water stinks

For the past two weeks, Siddiqur Rahman, a resident of Shantibagh in Dhaka, has been receiving water from Dhaka Wasa infested with insects and accompanied by a strong stench.

12h ago