করোনাভাইরাসে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেল

আশার কথা হলো, শারীরিকভাবে সুস্থ আছেন এই বাঁহাতি স্পিনার।
Mosharraf Hossain Rubel
ছবি: বিসিবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তবে আশার কথা হলো, শারীরিকভাবে সুস্থ আছেন এই বাঁহাতি স্পিনার।

রবিবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন মোশাররফ নিজেই। আক্রান্ত হলেও করোনার তেমন কোনো উপসর্গ নেই তার শরীরে। গতকাল শনিবার কোভিড-১৯ পরীক্ষা করানোর পর তার ফল পজিটিভ এসেছে।

মোশাররফের অবস্থা বেশ ভালো হলেও তার বাবার শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। করোনায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে ঢাকার সিএমএইচ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

মোশাররফ বলেছেন, ‘আমি ভালো আছি। বেশ সুস্থ আছি। বাসায় আইসোলেশনে থাকছি। আশা করছি, এভাবে চললে ১৪-১৫ দিন পর সুস্থ হয়ে যাব। তবে আমার বাবা কয়েক দিন ধরেই অসুস্থ। তিনি এখন আইসিইউতে আছেন।’

২০০৮ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মোশাররফের। কিন্তু তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে গেছে মাত্র পাঁচ ওয়ানডেতে।

গেল বছর মস্তিষ্কের টিউমারের কারণে অনেক দিন খেলার বাইরে ছিলেন ৩৮ বছর বয়সী মোশাররফ। পরবর্তীতে সিঙ্গাপুরে চার মাস ধরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি।

Comments

The Daily Star  | English

Settle disputes through dialogue, say 'no' to wars, says PM at UNESCAP meet

Prime Minister Sheikh Hasina today called for speaking out against all forms of aggression and atrocities, and to say 'no' to wars

23m ago