১৬ আগস্ট থেকে চালু হবে যে ১৩ ট্রেন
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই আরও ১২ জোড়া আন্তনগর এবং একজোড়া কমিউটার ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৬ আগস্ট থেকে এই ট্রেনগুলো তাদের পুরনো সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
চালু হতে যাওয়া ট্রেনগুলো হলো: একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস।
সরকার সাধারণ ছুটি প্রত্যাহার করে নেওয়ার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন রুটে ১৯টি আন্তনগর ট্রেন পুনরায় চালু করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আগামী ১৬ আগস্ট থেকে চালু হতে যাওয়া ট্রেনগুলোর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। ট্রেনে আসনবিহীন কোনো যাত্রী পরিবহন করা হবে না। সব টিকিট বিক্রি হবে অনলাইনে। ঢাকায় বিমানবন্দর, জয়দেবপুর এবং নরসিংদী স্টেশনে আন্তনগর ট্রেনগুলোর যাত্রাবিরতী থাকবে না। সেই সঙ্গে ট্রেনের ভেতরে বন্ধ থাকবে খাবার সরবরাহ ব্যবস্থা।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের কারণে প্রায় দুই মাস রেল পরিষেবা বন্ধ থাকার পর গত ৩১ মে সীমিত আকারে তা চালু করা হয়।
Comments