ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। সোমবার এক টুইটে নিজের করোনা পজিটিভ শনাক্তের খবর জানিয়েছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, স্বাস্থ্যগত সমস্যার কারণে হাসপাতালে যাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষায় তার কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
টুইটে তিনি বলেন, ‘অন্য একটা কাজে হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার অনুরোধ, গত এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, আপনারা সেলফ আইসোলেশনে থাকুন ও পরীক্ষা করুন।’
প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন।
ভারতে করোনাভাইরাসের বিস্তার দিন দিন বেড়েই চলেছে। সোমবার পর্যন্ত দেশটিতে ২২ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ হাজার ৩৮৬ জন।
Comments