বিমসটেক এসওএম বৈঠক ২ সেপ্টেম্বর, গুরুত্ব পাবে করোনা পরবর্তী সহযোগিতা

আঞ্চলিক জোট বিমসটেক-এর পররাষ্ট্র সচিব পর্যায়ের ২১তম সিনিয়র অফিসিয়াল বৈঠক (এসওএম) আগামী ২ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বোতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। যেখানে গুরুত্ব পাবে করোনা পরবর্তী সহযোগিতার বিষয়।

আজ সোমবার বিমসটেক সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পররাষ্ট্র সচিবদের সভায় কোভিড পরবর্তী পরিস্থিতিতে বিমসটেক অঞ্চলের অর্থনৈতিক পুনর্গঠন ও পুনর্বাসন, বিশেষ করে দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে আলোচনা হবে।

এছাড়া, ৫ম বিমসটেক শীর্ষ সম্মেলনে নেওয়া চার্টারসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও ডকুমেন্টস সইয়ের বিষয়ও এ বৈঠকে চূড়ান্ত করা হবে।

এর আগে ৫ম বিমসটেক শীর্ষ সম্মেলন ও বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১৭তম সভা শ্রীলংকার কলম্বোতে আগামী ৩-৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়।

বিমসটেকের সেক্রেটারি জেনারেল এম শহিদুল ইসলাম জানান, ‘যদি চলমান পরিস্থিতির ফলে সবার উপস্থিতিতে শীর্ষ সম্মেলন আয়োজনে সমস্যা হয়, তাহলে সদস্য রাষ্ট্রসমূহ এ বছরেই ভার্চুয়ালি বিমসটেক শীর্ষ সম্মেলন করার সম্ভাব্যতা বিবেচনা করতে পারেন।’

বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত সংস্থাটির বর্তমান চেয়ারম্যান শ্রীলংকা। ৫ম বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হ‌ওয়ার মাধ্যমে থাইল্যান্ডের কাছে সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব অর্পিত হবে।

এছাড়া, পররাষ্ট্র সচিব পর্যায়ের সভা বিমসটেকের পরবর্তী সেক্রেটারি জেনারেল হিসাবে ভুটানের প্রার্থীকে সুপারিশ করতে পারে। নতুন সেক্রেটারি জেনারেল বর্তমান সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালনরত বাংলাদেশি কূটনীতিক রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago