মেজর সিনহা হত্যাকাণ্ডে কক্সবাজারের এসপিকেও বিচারের আওতায় আনতে হবে: রাওয়া চেয়ারম্যান

মেজর (অব.) সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপারকেও (এসপি) বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারপারসন ও সাধারণ সম্পাদক মেজর খন্দকার নুরুল আফসার।
Sinha Rashed.jpg
ছবি: আনিসুর রহমান

মেজর (অব.) সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপারকেও (এসপি) বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারপারসন ও সাধারণ সম্পাদক মেজর খন্দকার নুরুল আফসার।

আজ সোমবার সিনহা মো. রাশেদের মৃত্যুতে সমবেদনা জানাতে তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেন খন্দকার নুরুল আফসার।

তিনি বলেন, ‘যেহেতু একজন রাওয়া সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা রাষ্ট্রের সব পর্যায়ে অনুরোধ করব যাতে তদন্তটি সুষ্ঠু হয় ও ন্যায়বিচার পাওয়া যায়।’

সিনহা মো. রাশেদের মা নাসিমা আক্তারও একই কথা বলেন। সেই সঙ্গে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় নিজের সন্তুষ্টি প্রকাশ করেন।

তিনি জানান, যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে তা ইতিবাচক দিকেই যাচ্ছে। তবে একটি মানবিক সমাজ গঠন করতে হলে সার্বিক ব্যবস্থাপনাকে আরও অনেক বদলাতে হবে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago