এএসআই লিটন, কনস্টেবল কামালসহ ৪ আসামিকে রিমান্ডে চায় র্যাব
মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চার আসামি এএসআই লিটন মিয়া, কনস্টেবল কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও সাফানুর করিমকে ১০ দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করেছে র্যাব।
সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার জামিল উল হক আজ সোমবার টেকনাফ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করেন।
বিচারক আবেদন গ্রহণ করে শুনানির জন্য আগামী বুধবার (১২ আগস্ট) দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আদালতের পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার দাশ।
এ চার জনকে দুইদিন করে কারাগার ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত। এরই আলোকে তদন্তকারী কর্মকর্তা গত শনি ও রোববার তাদের কারাগার ফটকে জিজ্ঞাসাবাদ করেন।
র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক আশিক বিল্লাহ জানান, চার আসামিকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তাই এই চার জনকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতে।
সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামি ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে আজ জিজ্ঞাসাবাদের জন্য জেলা কারাগার থেকে তদন্তকারী কর্মকর্তা তার হেফাজতে নিয়ে যাননি। তারা কারাগারে আছেন বলে জানিয়েছেন জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন।
Comments