বুধবার থেকে নিয়মিত কার্যক্রমে ফিরছে হাইকোর্ট
পাঁচ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।
এ লক্ষ্যে মামলা শুনানি ও নিষ্পত্তি করতে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের ১৮টি নিয়মিত বেঞ্চ ও ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন।
নিয়মিত ১৮টি বেঞ্চের মধ্যে ১৩টি বিভাগীয় (দুই বিচারক) বেঞ্চ এবং পাঁচটি একক (এক বিচারক) বেঞ্চ। আর, ভার্চুয়াল ৩৫টি বেঞ্চের মধ্যে ২৪টি বিভাগীয় বেঞ্চ ও ১১টি একক বেঞ্চ।
আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে এ সব জানানো হয়েছে।
চলতি বছরের ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ উভয়ই দুই সপ্তাহের ছুটি ছিল। ২৮ মার্চ আদালত পুনরায় খোলার কথা থাকলেও কোভিড-১৯ এর প্রাদুর্ভাব রোধে প্রধান বিচারপতি ২৫ মার্চ দেশের সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন।
এর ৪৬ দিন পর জরুরি মামলার স্বার্থে, ১১ মে থেকে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু করা হয়। আর, ৬ আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আইনজীবী ও মামলার স্বার্থে এ সপ্তাহ থেকে হাইকোর্টের নিয়মিত ও ভার্চুয়াল উভয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেন।
Comments