শিশুরা সাধারণ সর্দিকাশির মতোই করোনাভাইরাস ছড়িয়ে দিতে সক্ষম
শিশুরা সাধারণ সর্দিকাশির মতোই করোনাভাইরাস ছড়িয়ে দিতে সক্ষম বলে জানিয়েছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের সাবেক অধ্যাপক উইলিয়াম হেসেলটাইন।
গতকাল সোমবার সিএনএনের সঙ্গে আলাপকালে হেসেলটাইন বলেন, ‘করোনাভাইরাস প্রাণঘাতী, তবে এটি সবক্ষেত্রেই আপনাকে মেরে ফেলবে এমন ভাবনার কোনো কারণ নেই। ছড়ানোর ক্ষেত্রে এটি অন্য ঠাণ্ডাজনিত রোগের ভাইরাসের মতোই। সর্দিকাশি কে ছড়ায়? শিশুরাই এর জন্য দায়ী।’
‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট সর্দিকাশি থেকে শুরু করে শ্বাসযন্ত্রের বেশিরভাগ রোগের ক্ষেত্রে এ বিষয়টি সত্য। কারণ ভাইরাসগুলো সমগোত্রীয়’, যোগ করেন তিনি।
অধ্যাপক উইলিয়াম হেসেলটাইন বলেন, ‘করোনাভাইরাসও অন্য ঠাণ্ডারোগের ভাইরাসের মতো নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে সংক্রমণ ঘটায়। এটিও ঠাণ্ডারোগের ভাইরাস যদিও মেরে ফেলার ক্ষমতা রাখে।’
হার্ভার্ড মেডিকেল স্কুলের সাবেক এই অধ্যাপক সতর্ক করে বলেছেন, শিশুরাও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে এবং তা ব্যাপক হারে ছড়িয়ে দিতে পারে। তাই শিশুদের অবশ্যই মাস্ক পরা উচিত।
পাঁচ বছরের বেশি বয়সের শিশুরা অন্য ব্যক্তিদের জন্য ‘উচ্চ সংক্রামক’ হতে পারে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আপনাকে সংক্রামিত করার চেয়েও শিশুরা নাকে হাজারগুণ ভাইরাস বহন করতে পারে। সুতরাং তারা খুব সংক্রামক।’
Comments