নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার দয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর শেখ। তিনি বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুল আলিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে স্বজনরা তারা মরদেহ বাড়িতে নিয়ে যায়।’
নিহত আব্দুল আলী দয়াকান্দা এলাকার মৃত সেলু মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘আজ সকাল ৮টার দিকে গরু বের করতে গোয়াল ঘরে যান আব্দুল আলী। তারপর কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও বের হয়ে আসেননি। ১১টার দিকে গোয়াল ঘরে গিয়ে দেখতে পাই বিদ্যুতের তারসহ তিনি মাটিতে পড়ে আছেন। এই অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
Comments